সিংপুর ইউনিয়ন পোর্টালে আপনাকে স্বাগতম
সিংপুর ইউনিয়ন পোর্টালে আপনাকে স্বাগতম
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
সে
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর
নাগরিক সেবার তথ্য সারণি
সেবা প্রদানকারী অফিসের নাম : উপজেলা কৃষি অফিস
ক্রমিক
নং
সেবার নাম
দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা / কর্মচারী
সংক্ষিপ্ত সেবা প্রদান পদ্ধতি
সেবা প্রাপ্তির প্রয়োজনীয় সময় ও খরচ
সংশ্লিষ্ট আইন-কানুন
/ বিধি-বিধান/ নীতিমালা
নির্দিষ্ট সেবা পেতে ব্যর্থ হলে পরবর্তী প্রতিকারকারী কর্মকর্তা
ক
খ
গ
ঘ
ঙ
চ
ছ
০১
বালাই নাশকের খুচরা ও পাইকারি বিক্রেতার লাইসেন্স প্রদান
১। উপজেলা কৃষি কর্মকর্তা
২। কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
৩। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা (SAPPO)
আবেদনকারীকে খুচরা লাইসেন্সের আবেদনপত্র দাখিল করতে হয়। পরিদর্শক আবেদনকারীর বিষয়টি সরেজমিনে যাচাই করে ইউএও-এর নিকট প্রতিবেদন দাখিল করেন। সকল কাগজপত্রসহ আবেদন জেলায় প্রেরণ করা হয়। জেলাতে উপ-পরিচালকের অনুমোদনের পর পিপিএস কর্তৃক লাইসেন্স প্রদান করে উপজেলা অফিসে প্রেরণ করা হয়। অত:পর উপজেলা অফিসে হতে আবেদনকারীকে লাইসেন্স সরবরাহ করা হয়ে থাকে।
১০—১৫ দিন;
১. বালাইনাশকের খুচরা বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি৩০০ টাকা ও নবায়ন ফি-২০০ টাকা,
২. বালাইনাশকের পাইকারি বিক্রেতার নতুন লাইসেন্স এর ফি ১০০০ টাকা ও নবায়ন ফি-৫০০ টাকা।
সকল শ্রেণীর কৃষকদের সম্প্রসারণ সহায়তা প্রদান
কৃষকদের দক্ষ ও সম্প্রসারণ সেবা দেওয়া
কৃষি বিষয়ক কর্মসূচী বিকেন্দ্রীকরন
চাহিদাভিত্তিক কৃষি সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
সকল শ্রেণীর কৃষকদের সাথে কাজ করা
কৃষি গবেষণা ও সম্প্রসারণ কার্যক্রম জোরদার করন
সম্প্রসারণ কর্মীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা
উপযুক্ত সম্প্রসারণ পদ্ধতির ব্যবহার
সমন্বিত সম্প্রসারণ সহায়তা প্রদান
সম্মিলিত সম্প্রসারণ কার্যক্রম গ্রহণ
পরিবেশ সংরক্ষণে সমন্বিত সহায়তা প্রদান
কৃষি বাণিজ্যিকী করন
কৃষি তথ্য ও যোগাযোগ পদ্ধতির ব্যবহার
মোট কৃষকের সংখ্যা- ৩৭০০ জন
ফসলের আওতায় আবাদী জমি-৪৪৪৭ হেঃ
শস্য উৎপাদন - ১৭৮৮০ মেঃ
চাহিদা - ৫৫৬১ মেঃ
উদ্ধৃত - ১২৩১৯ মেঃ
*মোট সারের ব্যবহার
১। ইউরিয়া - ১১৩৮ মেঃ
২। টিএসপি - ৫০৫ মেঃ
৩। দিএপি - ১৪২ মেঃ
৪। এমওপি ৫০২ - মেঃ
৫। জিপসাম- ৫৪৩ মে
৬। দস্তা - ৫০ মেঃ
৭। কেরন - ৪ মেঃ
বর্তমানে গুটি ইউরিয়া ব্যবহার বিষয়ক প্রকল্পের আওতায় প্রশিক্ষণ কর্মসূচী চলমান রয়েছে।
উপজেলা সদর থেকে সিংপুর ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন গ্রামের যাতায়াত ব্যবস্থা-
ক) নিকলী উপজেলা থেকে সিংপুর ইউনিয়নে যেতে রিক্সায় সময় লাগে প্রায় ৫০ মিনিট- ভাড়া জনপ্রতি ৮০ টাকা
খ) নিকলী উপজেলা থেকে সিংপুর ইউনিয়নে যেতে মোটর সাইকেলে সময় লাগে প্রায় ২৫ মিনিট- ভাড়া জনপ্রতি ৫০ টাকা
গ) নিকলী উপজেলা থেকে সিংপুর ইউনিয়নে যেতে সিএনজি দিয়ে সময় লাগে প্রায় ৩০ মিনিট- ভাড়া জনপ্রতি ৬০ টাকা
ঘ) নিকলী উপজেলা থেকে বর্ষাকালে সিংপুর ইউনিয়নে যেতে নৌকা দিয়ে সময় লাগে প্রায় ৫৫ মিনিট- ভাড়া জনপ্রতি ৩০ টাকা
মোবাইল নং 01913246024 (ইউপি চেয়ারম্যান)
01722453253 (ইউপি সচিব)
01911-590809 (ইউপি উদ্যোক্তা)
চেয়ারম্যান সাহেবের ফেইজবুক আইডি
https://web.facebook.com/anwarulhoqcm
উদ্যোক্তার ফেইজবুক আইডি
সিংপুর ইউনিয়ন পোর্টাল ঘুরে দেখার জন্য আপনাকে ধন্যবাদ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস